পাকিস্তান বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার পাক-পাঞ্জাব প্রদেশে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। সরকারিভাবে এই খবর জানানো হয়েছে। দুর্ঘটনায় আহত ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন নারাঙ মন্ডির কালাখাটাই সড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের জেরে ভ্যানে থাকা এলপিজি সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। ত্রাণ ও উদ্ধারকারী দলের সদস্যদের মতে, ঘন কুয়াশার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বাজদার। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।