গ্যাস লিক করে মৃত্যু হল ২জনের, অসুস্থ আরও ৪
-
গণশক্তির প্রতিবেদন
- Jun 30, 2020 11:02 [IST]
- Last Update: Jun 30, 2020 11:02 [IST]
বিশাখাপত্তনমের পারওয়াডা অঞ্চলে একটি ওষুধের কারখানা থেকে গ্যাস লিক করে মৃত্যু হল ২ শ্রমিকের। আহত হয়েছেন ৪ জন। সোমবার রাতে ঘটেছে ঘটনাটি।
সাইনর লাইফ সায়েন্সেস নামে এই সংস্থার কারখানা থেকে রাত ১১.৩০ মিনিট নাগাদ বিষাক্ত গ্যাস বেঞ্জিমিডাজল নির্গত হতে থাকে। গ্যাসেই মৃত্যু হয় কারখানায় কর্মরত দুই শ্রমিকের। দ্রুত গ্যাস ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে। তারপরই জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয় কারখানা। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও ৪ জন।