গরু চোর সন্দেহে দলবেঁধে মারধর, নিহত ২
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 21, 2019 16:24 [IST]
- Last Update: Nov 21, 2019 16:24 [IST]
গরু পাচারকারী সন্দেহে দুই ব্যক্তির গাড়ি আটকে তাদের
মারধর ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু
হলো দুই ব্যক্তির। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার ১নং ব্লকের পুটিমারি
ফুলেশ্বরী এলাকায়।
জানা গেছে, এদিন ভোররাতে বাবলু
মিঞা ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তি একটি নম্বর বিহীন পিকআপ ভ্যানে করে ২টি গরু
নিয়ে যাচ্ছিলেন। তাঁরা ওই পথ দিয়ে যাবার সময় স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন।
এরপরই স্থানীয়রা তাদের আটক করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি তাদের
গাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে
পরে ওই এলাকায়। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে কোচবিহার কোতোয়ালী থানার
পুলিশ। তাঁরা গিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার
করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই হাসপাতালে
মৃত্যু হয় দুই ব্যক্তির। কোচবিহার এমজেএন হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তির নাম বাবলু মিঞা ও প্রকাশ দাস।