আলিগড়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ছড়িয়ে দেওয়া হলো ভিডিও
-
-
- May 13, 2022 00:07 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
এবার উত্তর প্রদেশের আলিগড় জেলায় দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন এক তরুণী। যারা তরুণীর উপর বর্বরোচিত অত্যাচার চালিয়েছে, তারাই গোটা ঘটনাটি মোবাইলের ক্যামেরায় তুলে রেখে সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করে দেয়। এই ঘটনায় জড়িতদের মধ্যে এক জনকে গ্রেপ্তার হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।
আলিগড়ের একটি স্থানীয় টিভি চ্যানেলে ২০ বছরের তরুণী জানিয়েছেন, তাঁর উপর দু’জন পরপর অত্যাচার চালায়। ওই দুষ্কৃতীরা একই গ্রামের বাসিন্দা এবং তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল বলে তরুণী জানিয়েছেন। এই বিষয়ে মুখ না খুলতেও তারা হুমকি দিয়েছিল। না হলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলেও ভয় দেখায়।
তরুণী জানিয়েছেন, গত ১৪ এপ্রিল অভিযুক্তরা গ্রামের একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাঁকে জোর করে পানীয় খাওয়ায়। তা খাওয়ার পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই সুযোগে দুই দুষ্কৃতী পরপর অত্যাচার চালায় তাঁর উপর। তবে তরুণীর অভিভাবকরা সব কিছু জেনেও লোকলজ্জা এবং খুনের হুমকির ভয়ে চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ঘটনার ১৫ দিন বাদে তরুণীর উপর অত্যাচারের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন তাঁর অভিভাবকরা। গত ৫ মে তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এক জন ধরা পড়লেও এখনও এক জন পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে আলিগড় জেলার পুলিশ সুপার শুভম প্যাটেল জানিয়েছেন।