বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে গিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। লঞ্চটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। ৩০ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। সোমবার সকাল নটা নাগাদ ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চ প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ডুবে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয়েছে নৌ বাহিনী, দমকল ও নৌপুলিশকে। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।