ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৩৪ জনের মৃত্যু
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 15, 2021 12:56 [IST]
- Last Update: Jan 15, 2021 12:56 [IST]
ভয়াবহ ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া। শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। প্রবল আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন অনেকে। স্থানীয় সময়, রাত দেড়টা নাগাদ ভূমিকম্প অনুভুত হয়। প্রায় সাত সেকেন্ড সময় ধরে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ডিজাস্টার মিটিগেশন এজেন্সির প্রাথমিক তথ্য থেকে জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজিনা শহর থেকে ৬ কিলোমিটার উত্তরপূর্বে ১০ কিলোমিটার গভীরে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগীদের সরিয়ে নেয়া হয়েছে অন্যত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘর , বাড়ি, হোটেল ও সহ অন্য পরিকাঠামো। ফাটল দেখা দিয়েছে বহু বাড়িতে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ। আশঙ্কা রয়েছে বাড়তে পারে মৃতের সংখ্যাও। তবে সুনামির আশঙ্কা নেই বলে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।