১২ ফেব্রুয়ারি হবে চার পৌরসভায় নির্বাচন
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 15, 2022 18:19 [IST]
- Last Update: Jan 15, 2022 18:19 [IST]
শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে ২২ জানুয়ারির পরিবর্তে চার পৌরসভায় নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। গতকাল কলকাতা হাইকোর্টের পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সে ক্ষেত্রে নির্বাচন করা মোটেই সুষ্ঠু পরিবেশ নেই বলে মনে করেছে আদালত। সেই মর্মে শুক্রবার নির্বাচন কমিশনকে ভোট পিছান যায় কি না তা বিবেচনা করতে বলেছিল।
তবে ভোটে তারিখ বদলালো নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না বলেই জানিয়েছে কমিশন। আদালতের নির্দেশে, রাজনৈতিক দলের মতামত শুনে রাজ্যের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ২৭ ফেব্রুয়ারি যে যে পৌরসভাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই সূচিতে কোনও বদল আসেনি বলে জানিয়েছে কমিশন।