করোনায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 19:56 [IST]
- Last Update: Jan 16, 2022 19:56 [IST]
জন্মের ছয়দিন পরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুর। রবিবার ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে মারা যায় শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়েই শিশুটি মারা গেছে। ১১ জানুয়ারি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির। ১৩ তারিখ হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটি পেয় তুড়িবাড়ির বাড়িতে চলে যায় শিশুটি সহ তার মা। এদিন বাড়িতে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হতেই মারা যায় শিশুটি।পরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে। শিশুটির মাও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।