কসবা থানার সাত পুলিশ কর্মী করোনা আক্রান্ত
-
গণশক্তির প্রতিবেদন
- Jul 11, 2020 13:36 [IST]
- Last Update: Jul 11, 2020 13:36 [IST]
করোনা আক্রান্ত কসবা থানার সাতজন পুলিশ কর্মী। এস আই সহ ওই সাত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে যাদবপুরের কেপিসি হাসপাতালে। আক্রান্তের সকলের মধ্যেই রয়েছে অল্প বিস্তর করোনার লক্ষণ। আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারকে আইসলেশনে রাখা হয়েছে বলে জানায় রাজ্য স্বাস্থ্য দপ্তর।
শনিবার সকালে স্যানিটাইজ করা হয় কসবা থানা ও তার আশেপাশের চত্বর। আপাতত দুই একজন পুলিশ কর্মী রয়েছেন। তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য দপ্তর।