front right back left top bottom
৩ মাঘ ১৪২৭ রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
কলকাতা
করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছে তাঁর বাবা ও অভিনেতা রঞ্জিত মল্লিক, তার মা ও নিসপাল সিং রানে।
করোনায় আক্রান্তের কথা অভিনেত্রী নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে তারা নিজেদের কোয়ারান্টিন করেছেন বলেও জানালেন কোয়েল মল্লিক।