স্থগিত রাখা হোক কৃষি আইন নির্দেশ সুপ্রিম কোর্টের
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 11, 2021 18:31 [IST]
- Last Update: Jan 11, 2021 18:31 [IST]
স্থগিত করা হোক কৃষি আইন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইলো সুপ্রিম কোর্ট। ওই তিনটি কৃষি আইন যা নিয়ে দেশ জুড়ে প্রবল বিক্ষোভ ফেটে পড়েছে কৃষকরা তা কি কেন্দ্র স্থগিত রাখবে নাকি সুপ্রিম কোর্ট স্থগিত রাখার নির্দেশ দেবে। সেই সঙ্গে এদিন আদালত বলে আইন স্থগিত রাখতে কি কারোর কোনো সম্মানে লাগছে। কৃষক অসন্তোষের বিষয় নিয়ে সরকার যা করছে তাতে আদালত সন্তুষ্ট নয় বলেও ইঙ্গিত দিল আদালত।
সোমবার কেন্দ্রের আনা কৃষি আইন বিরোধী মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এসএ ববদের বেঞ্চে চলছে এই মামলার শুনানি। দেশে কৃষক আন্দোলন নিয়ে প্রধান বিচারপতি এসএ ববদে বলেন যদি এই আন্দোলনে কোনো ধরনের রক্তপাত বা আঘাত আসে তা থেকে কখনও দায় ঝেড়ে নিতে পারব না আমরা। কেন্দ্রের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করায় এটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে বলে তারা রায় দিতে তাড়াহুড়ো করছে। এটর্নি জেনারেলের এই মন্তব্যের পর কেন্দ্রকে ভর্ৎসনার সুরে বলেন আমাদের ধৈর্য নিয়ে ভাষণ দেবেন না। অনেক সময় দেওয়া হয়েছে আপনাদের।