আকলেহের দেহ ঘিরে বিক্ষোভ সাধারণ মানুষের
-
গণশক্তির প্রতিবেদন
- May 13, 2022 19:19 [IST]
- Last Update: May 13, 2022 19:19 [IST]
শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতাল থেকে শেষকৃত্বের জন্য শিরিন আবু আকলেহের কফিন বার করার সময় হাসপাতালের বাইরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর আকলেহের খুনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। সেখানে উপস্থিত মানুষদের ছত্রভঙ্গ করার জন্য তৎপর হয়ে ওঠে প্রশাসন।
পরিস্থিতি এমন হয়ে ওঠে যে উপস্থিত জনতা আকলেহের কফিন পুলিশের কাছ থেকে কেড়ে নিতে যায়। যার ফলে চাপের মুখে পরে কোন মতে সেখান থেকে কফিন নিয়ে পুলিশ বেড়িয়ে আসে।
এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন যে তিনি ইসরায়েল বাহিনীর কয়েকজনকে পূর্ব জেরুজালেমের সেন্ট জোসেফ হাসপাতালের মাঠে প্রবেশ করতে দেখেছেন। তবে এই ঘটনায় ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।