ইউএপিএ আইনে ধৃতদের মুক্তির দাবি আইনজীবীদের
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2021 19:40 [IST]
- Last Update: Jan 16, 2021 19:40 [IST]
দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে এবং ইউএপিএ আইনের অপপ্রয়োগ করে যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের নেতা ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবিতে শনিবার পথে নেমে অবস্থান বিক্ষোভ করল সারাভারত গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘ। এদিন বিকালে বসিরহাট মহকুমা আদালত চত্বর থেকে আইনজীবীরা মিছিল করে বসিরহাট মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন বোটঘাটে অবস্থান বিক্ষোভে শামিল হন। সভাপতিত্ব করেন সংগঠনের বসিরহাট কোর্ট ইউনিটের সম্পাদক আইনজীবী কিঙ্করকান্তি রায়।
সভায় কেন্দ্রীয় সরকারের কর্পোরেট স্বার্থবাহী নীতি, শ্রমিক-কৃষক মারা নীতির তীব্র সমালোচনা ও দিল্লিতে আন্দোলনরত সংগ্রামী কৃষকদের প্রতি সংহতি জানিয়ে এবং ইউএপিএ আইনের সঠিক প্রয়োগের দাবি করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্যনেতা আইনজীবী মিহির দাস, বসিরহাট কোর্ট ইউনিটের সভাপতি আসিফ আলম, প্রণব দাস, শ্যামল দত্ত এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা রাজু আহমেদ ও সোমনাথ বসু। উপস্থিত ছিলেন সংগঠনের জেলানেতা অনুপম রায়চৌধুরি ও জয় মিত্র।