ওপিডি পরিষেবা বন্ধ ভুবনেশ্বরের এইমসে
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 17:27 [IST]
- Last Update: Jan 16, 2022 17:27 [IST]
একসঙ্গে ২৫০ জন চিকিৎসক এবং স্টাফ মেডিক্যাল ছাত্ররা করোনা সংক্রমিত। সেই কারণে আগামী সোমবার ১৭ জানুয়ারি ভুবনেশ্বরের এইমস হাসপাতালে সমস্ত স্পেশাল এবং সুপার স্পেশালিটি বিভাগের ওপিডি সেবা অস্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার রাতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ভুবনেশ্বর মেডিক্যাল সুপারিনটেনডেন্ট প্রফেসর ডক্টর সচিদানন্দ মোহন্তি জানিয়েছেন, হাসপাতাল চালু হওয়ার পর থেকে ওপিডি পরিষেবা কোনো দিন বন্ধ হয়নি। "হাসপাতালের ২৫০ জন চিকিৎসক, ছাত্র কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। বতর্মান পরিস্থিতিতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগীদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ভুবনেশ্বরে পরিষেবার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি জানান হাসপাতালের সুষ্ঠুভাবে কাজ করার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে”।
রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় ওডিশার করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ১৬৭ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৬৫ হাজার ৪০৪টি। তারমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। পটিজিভিটি রেট ১৬.২৮ শতাংশ। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৪৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন। দেশে মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৭২১ জন।