এনআরসি হলো প্রলয়ঙ্কর অঙ্ক : সুকান্ত কোনার
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 16, 2019 19:46 [IST]
- Last Update: Nov 16, 2019 19:46 [IST]
ভারতের ধর্মনিরপেক্ষ
সংবিধান ধ্বংস করে, এই দেশকে রাজনৈতিক হিন্দুদের মুক্তাঞ্চল করার যে বিষয়টির দিকে হিন্দুত্ববাদী
শক্তি ধাপে ধাপে এগচ্ছে, এনআরসি হলো সেই ধাপেরই একটি প্রলয়ঙ্কর অঙ্ক।
কথাগুলি বলেন পার্টিনেতা সুকান্ত কোনার। শনিবার অনুষ্ঠিত মহান নভেম্বর
বিপ্লবের বার্ষিকী সাধারণ সভায়। সিপিআই(এম) কালনা-২ এরিয়া কমিটির উদ্যোগে সেনেরডাঙায় অনুষ্ঠিত এই সাধারণ
সভা পরিচালনা করেন পার্টিনেতা সনাতন টুডু। সুকান্ত কোনার বলেন, এর উদ্দেশ্য এবং প্রধান লক্ষ্যগুলি হলো - সাধারণ
মানুষ যাতে খাদ্যের দাবিতে সোচ্চার না হয়, শিক্ষার দাবিতে সোচ্চার না হয়, বেকারত্ব নিরসনের দাবি না তোলে, স্বাস্থ্যের অধিকারের দাবি না তোলে, নারীর ক্ষমতায়নের দাবি না তোলে, সংখ্যালঘুর অধিকার ব্রিটিশের হাত থেকে ক্ষমতা
হস্তান্তরের কালের চুক্তি অনুযায়ী, সংখ্যালঘুর অধিকারের কথা না তোলে ,আদিবাসী, দলিত, তফসিলি জাতি, উপজাতি ভুক্ত মানুষ, যাতে তাঁদের অধিকার, কর্মসংস্থান ইত্যাদির প্রশ্ন না তোলে, একের পর এক রাষ্ট্রায়ত্ত কোম্পানি, কেন্দ্রের শাসক দল বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিদের কাছে
বেচে দেওয়া নিয়ে সাধারণ মানুষের মনে কোনও প্রশ্ন যাতে তৈরি না হতে পারে, নতুন কোনও শিল্পের সম্ভাবনা কেন ভারতবর্ষে তৈরি করতে
দেশের সরকার যত্নবান নয়- এই প্রশ্ন যাতে মানুষ না করেন সেই জন্যই কেন্দ্রের শাসক
দল বিজেপি এনআরসি’র জুজুতে সাধারণ মানুষকে দেখিয়ে চলেছেন। কিন্তু এই জুজু দেখে
আমাদের থেমে থাকলে চলবে না। সমস্ত মানুষকে সংগঠিত করে এর মোকাবিলা করতে হবে।