ক্ষমতায় এলে বাংলায় অ্যান্টি রোমিও স্কোয়াড করবে বিজেপি
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 08, 2021 18:11 [IST]
- Last Update: Apr 08, 2021 18:11 [IST]
বাংলা দখলের জন্য প্রতি দিন কোনও না কোনও বিজেপির সর্বভারতীয় নেতা, নেতৃ পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচনী জনসভার জন্য, তাদের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বৃহস্পতিবার হুগলীর চাঁপদানির একটি সভায় যোগী বলেন উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে তারা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করবে। যোগীর এই মন্তব্যে সমালোচনা করেছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষজন। তাদের কথা বিজেপি যে হিংসার রাজনীতি নিয়ে গোটা দেশে চালাচ্ছে তা দেশের সংবিধানের উপর আঘাত হানছে।