নন্দনে জায়গা পেল না ‘অপরাজিত’
-
গণশক্তির প্রতিবেদন
- May 13, 2022 18:09 [IST]
- Last Update: May 13, 2022 18:09 [IST]
সত্যজিৎ রায়ের নামকরন করা নন্দনেই জায়গা পেল না তাঁর জীবন ভিত্তিক সিনেমা অপরাজিত। পরিচালক অনীক দত্তর পরিচালিত এই ছবিকে কেন্দ্র করে সিনেমা প্রেমি বহু মানুষের মধ্যে উৎসাত তৈরি হয়েছে। ‘‘পথের পাঁচালী’’ সিনেমা কিভাবে তৈরি হয়েছিল তা তিনি এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন।
তবে শুধু নন্দন নয় শহরের আরও একটি প্রেক্ষাগৃহ রাধাতেও দেখানো হবেনা অপরাজিত। কি কারণে এই দুই হলে ছবিটি দেখানো হবেনা তার কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি সিনেমা হল দুটির কর্তৃপক্ষের কাছ থেকে।
প্রসঙ্গত নন্দন এবং রাধাতে তৃণমূলের সাংসদ অভিনেতা দেবের ছবি দেখানো হলেও জায়গা পায়নি সত্যজিৎ রায়কে কেন্দ্র করে তৈরি করা এই ছবি। নন্দনে এই ছবিকে না দেখানো কে কেন্দ্র করে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকের কথায় সরকারি হলে যেই খরচে সিনেমাটি দেখা যেত তা অন্য কোন হলে দেখা যাবেনা।
তবে এই বিষয়ের মধ্যে রাজনীতির ছোঁয়া অনেকেই দেখতে পারছেন। প্রসঙ্গত অনীক দত্ত বামপন্থায় বিশ্বাসী, তাছাড়া তিনি একাধিক বার সরকারের বিভিন্ন কাজে সমালোচনাও করেছেন। ২০১৯ সালে একই ভাবে তার তৈরি করা ছবি ভবিষ্যতের ভূত সরকারের রোষের মুখে পড়েছিল।