চোখের জলে প্রিয় দিয়েগোকে বিদায় আর্জেন্টিনার
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 26, 2020 19:45 [IST]
- Last Update: Nov 26, 2020 19:45 [IST]
বিশ্বফুটবলের তারকা দিয়েগো মারাদোনার মৃত্যুতে ইতিমধ্যে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তাঁর দেশ আর্জেন্টিনা। মাত্র ৬০ বছরেই প্রিয় খেলোয়াড়কে চোখের জলে বিদায় আর্জেন্টিনার।
রাষ্ট্রপতির প্রাসাদে কাসা রোসাডাতে আর্জেটিনার স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত রাখা হবে মারাদোনার দেহ। কফিনের ওপরে রাখা হয়েছে দিয়েগোর ১০ নম্বর জার্সি। শেষবারের জন্য বিশ্ব ফুটবলের যুবরাজকে দেখতে এসেছেন বহু মানুষ। কেউ চোখের জলে বিদায় দিচ্ছেন, কেউ ছুড়ে দিচ্ছেন চুম্বন কেউ আবার দিয়েগো দিয়েগো বলে তাঁদের আবেগ প্রকাশ করছেন।
মারাদোনার প্রাক্তন ক্লাব বার্সিলোনা, নাপোলিতেও তাঁর ভক্তরা রেখে গেছেন ফুল, কেউ রেখে গেছেন ১০ নম্বর জার্সি। চ্যাম্পিয়ন লিগের মাঠেও খেলোয়াড়রা তার জন্য নীরবতা পালন করেছেন। গ্যালারিতে দশ নম্বর জার্সি রেখেই প্রিয় তারকাকে বিদায় জানান খেলোয়াড়রা।