কাভানির সঙ্গে মারপিটে জড়ালেন মেসি
-
-
- Nov 20, 2019 11:43 [IST]
- Last Update: Nov 20, 2019 03:00 [IST]
টেল আভিভ, ১৯ নভেম্বর— মাঠে নয়, মাঠের বাইরে হাতাহাতিতে জড়ালেন লিওনেল মেসি। উরুগুয়ে বিরুদ্ধে ম্যাচ শেষ হল ২-২ গোলে। ম্যাচ শেষ হওয়ার আগেই হাফটাইমে ড্রেসিংরুমে ফেরার টানেলে এডিনসন কাভানির সঙ্গে হাতাহাতি করলেন। মাঠেই যে ফুটবলার শান্ত স্বভাবের, তিনি কিভাবে মারপিটে জড়ালেন।
আর্জেন্টিনার সংবাদপত্র ওলে দাবি করেছে যে মেসিকে উসকানি দিয়েছেন কাভানি। ম্যাচের প্রথমার্ধেই কাভানিকে বলতে শোনা যায়, ‘লেটস ফাইট’ অর্থাৎ ‘চলো দেখে নিচ্ছি’ গোছের কোনও কথা বলতে। মেসিও সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘যখন বলবে।’ সেই তর্কই গড়ায় মাঠের বাইর। আর টানেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’জন। সুয়ারেজের মধ্যস্থতায় সেই ঝামেলা থামে। এই বিতণ্ডা নিয়ে কাভানি জানিয়েছেন, ‘এই ক্লাসিক্যাল ম্যাচ ছিল। অনেক কড়া ট্যাকেল এবং ধাক্কাধাক্কির ম্যাচ, দক্ষিণ আমেরিকায় আমাদের যেমন হয়। দুটো দলই ভালো খেলেছে। আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছেড়েছি। আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছি।’ এবার কাভানির উসকানি থাকলেও, চারদিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার বিতর্কে জড়ালেন মেসি। ব্রাজিলের বিরুদ্ধে তাঁর করা পেনাল্টি থেকে জিতলেও ব্রাজিল কোচ টিটেকে মুখ বন্ধ রাখার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন।
বিতর্কের বাইরেও উরুগুয়ের সঙ্গে ড্র করা সম্ভব হয়েছে মেসির করা গোল থেকেই। প্রথমার্ধে কাভানির করা গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৬৩ মিনিটে আগুয়েরোর করা গোলে সমতা ফেরে ম্যাচে। কিন্তু পাঁচ মিনিট পর ফের ব্যবধান বাড়িয়ে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। নির্ধারিত সময় পিছিয়ে থাকলেও ম্যাচের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে গোল করে ফের সমতা ফিরিয়ে আনেন মেসি।
অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতল ব্রাজিল। আগের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর এবার বড় ব্যবধানে জিতল টিটের দল। ম্যাচ শুরুর নয় মিনিটের মাথায় গোল করে খাতা খোলেন লুকাস পাকোয়েতা। এরপর ফিলিপে কুটিনহো এবং দানিলোর গোলে সেই ব্যবধান আরও বাড়ে এবং কোরিয়ার ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়।