প্রকাশ্যে অর্নব গোস্বামী ও প্রাক্তন বার্ক কর্তার চ্যাট
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2021 19:41 [IST]
- Last Update: Jan 16, 2021 19:41 [IST]
রেটিং সংস্থা বার্কের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত অসুস্থ হয়ে ভর্তি হলেন আইসিইউতে। তবে প্রাক্তন কর্তা অসুস্থ হতেই তাকে নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। ইন্টারনেট ছড়িয়ে পড়ল রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী এবং পার্থ দাশগুপ্তর মধ্যে কথোপকথনের স্ক্রিনশট।
হোয়াটসাপ মেসেজে দেখা যাচ্ছে, বার্কের গোপন নথি ও কিছু চিঠিপত্র অর্ণবকে পাঠিয়েছিলেন পার্থ দাশগুপ্ত। তা নিয়ে তার অফিসে জানাজানি হতেই রিপাবলিকের সম্পাদকের কাছে সাহায্য চেয়েছিলেন প্রাক্তন বার্ক সিইও। অপরদিকে অর্ণব তাঁকে আশ্বাস দিয়েছিল যে কেন্দ্রের বিজেপি সরকারের নেতা–মন্ত্রী সহ প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করবেন।
শুধু তাই নয় ট্রাইয়ের নতুন নিয়ম লাগু হলে অর্ণবের চ্যানেল ও বিজেপি পার্টির অনেক ক্ষতি হতে পারে বলেও অর্ণব গোস্বামীকে জানিয়েছিলেন পার্থ দাশগুপ্ত। অর্ণবকে তাঁর প্রভাব খাটিয়ে ট্রাইয়ের এই সংস্কার আটকাতে বলেছিলেন পার্থ দাশগুপ্ত।
এমনকি বালাকোট এয়ার স্ট্রাইকের আগের দিনও অর্ণব গোস্বামী বলেন বড় কিছু ঘটতে চলেছে।
অর্ণব ও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াসট্অ্যাপে কথোপকথনের কয়েকটি স্ট্রিনশট টুইটারে আইনজীবী প্রশান্ত ভূষণ তুলে ধরছেন। সেখানে বিজেপির