অশনির ধাক্কা লাগলো না রাজ্যে, বাড়বে তাপমাত্রা
-
-
- May 12, 2022 23:43 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
অশনির আশঙ্কা আগেই শেষ হয়েছে। বুধবার তকমা হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। বৃহস্পতিবার সেটা আরো শক্তি হারিয়ে শুধুই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা অন্ধ্র উপকূলে অবস্থান করছে। পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব না থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে কখনও বৃষ্টি আবার কখনও পরিষ্কার আকাশ। তবে সমুদ্রের উপর হাওয়ার গতিবেগ বেশি থাকায় মৎস্যজীবীদের প্রতি নিষেধাজ্ঞা ১৫ তারিখ পর্যন্ত জারি থাকছে। একইভাবে দীঘায় সমুদ্রে এবং সাগর ও বকখালি সমুদ্রস্নানে সরকারি নিষেধাজ্ঞাও রয়েছে। যার ফলে বহু পর্যটক ওডিশার সমুদ্রতটগুলি বেছে নিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ সরলেই তাপমাত্রা বাড়বে। যেমন, পূর্ব মেদিনীপুরে শুক্রবারই তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এদিন তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে পূর্বাভাস বলছে, কালও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুরে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী পাঁচদিন মাঝারি বৃষ্টি হতে পারে। একটু বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দুই ২৪ পরগনায় এবং নদীয়াতে এমনটাই চলছে। শুক্রবার থেকে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে নিম্নচাপের ফলে ক্যানিংয়ের মধুখালি গ্রামে বাঁধে ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। মধুখালি থেকে সন্দেশখালি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নদী বাঁধের অবস্থা খুবই খারাপ, বলছেন গ্রামবাসীরা।