front right back left top bottom
৩ মাঘ ১৪২৭ শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
খেলা
জোড়া গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের। আইএসএল ডার্বিতে জাত চেনালেন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধে সুযোগ পেতেই এটিকে-মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন কৃষ্ণ। ৪৯ মিনিটের মাথায় হাভি হার্নান্ডেজের বাঁ পায়ের ক্রশ থেকে, বাঁ পায়ের শটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ান কৃষ্ণ। ৮৫ মিনিটে আবারও মনবীর সিংয়ের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে এটিকে-মোহনবাগান।