স্কুল খোলার দাবিতে বিডিওকে ডেপুটেশন
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 11, 2021 14:14 [IST]
- Last Update: Jan 11, 2021 14:14 [IST]
করোনা তর্কতা মেনে স্কুল-কলেজ খোলার দাবি তুললেন এসএফআই। জঙ্গল মহলের রানিবাঁধের
হাজার হাজার ছাত্র ছাত্রী সোমবার সামাজিক স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলার
দাবিতে বিডিওকে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ দেখায়। করোনা অতিমারীর কারণে গত বছরের
মার্চ মাসের মাঝা মাঝি থেকে লকডাউন চলেছে দীর্ঘদিন। সংক্রমণের জেরে বন্ধ স্কুল কলেজও।
আনলক পর্ব থেকে ধীরে ধীরে বিভিন্ন অফিস কাছারি বাজার ঘাট সবই খুলছে, স্বাভাবিক হয়েছে পরিবহণ ব্যবস্থাও। প্রায় ১০ মাস
অতিক্রান্ত হলেও স্কুল কলেজ খোলার ওপরে এখনও জারি রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। এগিয়ে
আসছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিছু ক্ষেত্রে অনলাইনে পড়াশোনা চললেও
সার্বিক ভাবে পঠন-পাঠনে প্রবল সমস্যা হচ্ছে।

এদিন স্কুল, কলেজ খোলার দাবিতে রানিবাঁধ ব্লকের বিডিও অফিসের
সামনে অবস্থান বিক্ষোভ করে ছাত্র ছাত্রীরা। তাদের দাবি সামাজিক স্বাস্থ্যবিধি মেনে
অবিলম্বে স্কুল, কলেজ খুলতে হবে। না হলে
সমস্ত ছাত্রছাত্রীদের ইন্টারনেট পরিষেবা সহ ট্যাব দিতে হবে। এদিন এসএফআই’র ডাকে
জঙ্গল মহল রানিবাঁধে চলছে ছাত্র ছাত্রীদের মিছিল। কয়েক হাজার ছাত্র ছাত্রী মিছিলে
হাঁটছে। এই দাবিতে এদিন এসআই অফিস ঘেরাও করা হবে। ডেপুটেশন দেওয়া হবে বিডিওকে।
ছাত্র ছাত্রীদের বক্তব্য সব কিছু স্বাভাবিক হয়েছে তবুও কেন সামাজিক স্বাস্থ্যবিধি
মেনে খুলছে না স্কুল কলেজ। স্কুল কলেজ না খোলার কারণে তাদের পঠন-পাঠন তলানিতে গিয়ে পড়েছে।