মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব
-
গণশক্তির প্রতিবেদন
- May 14, 2022 18:39 [IST]
- Last Update: May 14, 2022 18:39 [IST]
পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিধানসভা নির্বাচনের এক বছর আগে মুখ্যমন্ত্রীত্ব ছাড়লেন বিপ্লব। শনিবার দুপুরে ত্রিপুরার রাজ্যপাল এস এন আর্যর কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন বিপ্লব দেব। ত্রিপুরায় বিজেপির সংগঠন আরও দৃঢ় করতে হবে। সেকারনেই পদত্যাগ বলে জানান বিপ্লব দেব।
এদিকে নতুন মুখ্যমন্ত্রী বাছাইপর্ব শুরু হবে আজই। এমনটাই জানা গেছে। বিজেপি নেতৃত্ব ভুপেন্দ্র যাদব ও বিনোদ তাওডে রয়েছেন ত্রিপুরায়। ত্রিপুরায় নির্বাচনী কাজকর্মের দায়িত্বে রয়েছেন তারা। শনিবার বৈঠকে বসে সেই সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। বৈঠকে রয়েছেন রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা বিনোদ সোনকার।