প্রয়াত কথক শিল্পী বিরজু মহারাজ
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 17, 2022 09:02 [IST]
- Last Update: Jan 17, 2022 09:02 [IST]
প্রয়াত প্রখ্যাত কথক নৃত্য শিল্পী বিরজু মহারাজ। দিল্লিতে তার বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৩ বছরের প্রবীণ এই শিল্পীর। জানা গিয়েছে রবিবার রাতে পর্যন্ত নিজের নাতির সঙ্গে নৃত্য চর্চা করছিলেন তিনি। তখনই অসুস্থ হয়ে পড়েন ও জ্ঞান হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করতে হত তাঁর। বিরজু মহারাজ শাস্ত্রীয় নৃত্যেই শুধু পারদর্শী ছিলেন না, অসম্ভব ভাল তবলা ও নাল বাজাতে পারতেন। সঙ্গীতেও দখল ছিল তাঁর। ঠুমরি, দাদরা, ভজন ও গজলও গাইতে পারতেন তিনি। তাঁর বাবা অচ্চন মহারাজ ও দুই কাকা শম্ভু ও লাচ্চু মহারাজও কথক শিল্পী ছিলেন।