কৃষি বিলের প্রতিবাদে উত্তর প্রদেশে পদত্যাগ বিজেপি নেত্রীর
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 07, 2021 18:22 [IST]
- Last Update: Apr 07, 2021 18:22 [IST]
বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে দল থেকে পদত্যাগ উত্তর প্রদেশের বিজেপি নেত্রী প্রিয়ম্বদা তোমারের। দলের পাশাপাশি একই সাথে তিনি রাজ্য মহিলা কমিশনের সদস্যপদ থেকেও ইস্তফা দেন বুধবার। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিজেপির নেতৃত্বে চলা কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের সমস্যার প্রতি কোনো নজর দিতে অনিচ্ছুক। একই সাথে উত্তর প্রদেশে নারীদের ওপর নির্যাতন নিয়ে যোগী সরকারের কোনো হোলদোল না থাকাতেও এক হাত নেন তিনি চিঠিতে।