ক্লাস রুম খোলার দাবি জানিয়ে রক্তদান শিক্ষকদের
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 20:03 [IST]
- Last Update: Jan 16, 2022 20:03 [IST]
মেলা, উৎসব খোলা। বন্ধ কেবল পাঠশালা। শিক্ষকরা চান ক্লাসরুম চালু হোক। সরকারের কাছে আবেদন ক্লাসরুম চালু করে স্কুলগুলোর প্রাণ ফেরান। রবিবার বাউড়িয়ার মাঙ্গলিক ভবনে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করে কথাগুলো বলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মোহন দাস পণ্ডিত।
স্কুলের দরজা পড়ুয়াদের জন্য খোলার পক্ষেই অবস্থান জানিয়েছেন বিশ্ব ব্যাঙ্কের শিক্ষা অধিকর্তা জেইমি সাভেড্রাও। ভারতের একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ব ব্যাঙ্কের শিক্ষা অধিকর্তা জেইমি সাভেড্রাও বলেন, রেস্টুরেন্ট, পানশালা, শপিং মলের দরজা খোলা। অথচ স্কুলের ক্লাশ রুমের দরজা বন্ধ। এখনও পর্যন্ত এমন কোনও তথ্য প্রমাণ হাতে আসেনি, যার ভিত্তিতে এটা বলা যেতে পারে, স্কুল-কলেজ খোলা রাখলে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে। বরং শিশুদের সংক্রমণের সম্ভাবনা কম। খোদ বিশ্ব ব্যাঙ্কের শিক্ষা অধিকর্তা স্কুলের দরজা পড়ুয়াদের জন্য খোলার পক্ষে মত দিলেও রাজ্যের তৃণমূল সরকার ক্লাশ রুম খোলার প্রশ্নে অনীহা দেখাচ্ছে। অথচ মেলা, উৎসব, সামাজিক অনুষ্ঠান সবেতেই ছাড় দেওয়া হয়েছে।
রবিবার বাউড়িয়ায় নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক বলেছেন, আমরা ক্লাস রুম শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার দাবিতে লড়াই করছি।

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উলুবেড়িয়া পূর্ব চক্রের উদ্যোগে প্রয়াত শিক্ষিকা শুক্লা প্রামাণিক ও নিভা দাস এর স্মরণে এদিনের রক্তদান শিবির। শিবিরে ৪৮ জন রক্তদাতা রক্তদান করেন। সবুজ পৃথিবীর সঙ্কল্পে রক্তদাতাদের চারাগাছ তুলে দেওয়া হয়।প্যান্ডমিক পরিস্থিতিতে জীবনরক্ষার হেল্পলাইন রেড ভলান্টিয়ার্স। রেড ভলান্টিয়ার্স এর বাউরিয়া চেঙ্গাইল ফুলেশ্বর টিমের ১৮ জন সদস্যকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
রক্তদাতাদের উৎসাহিত করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মোহন দাস পণ্ডিত, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সন্দীপ মুখার্জি, শিক্ষক নেতা মহ: আলাউদ্দিন, প্রদীপ দত্ত, সঞ্জয় সাহা, সৌমেন বাগ, সুকুমার প্রামাণিক প্রমুখ। বক্তারা বলেন, শুধু শিক্ষাদান নয়, সামাজিক দায়বদ্ধতার বোধ তৈরিতেও ভূমিকা নিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। যুদ্ধটা রোগের বিরুদ্ধে। প্যান্ডমিক পরিস্থিতিতে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে জীবন রক্ষার লড়াই এর অঙ্গীকার জানিয়েছেন শিক্ষকরা।