খাস কলকাতায় দেহ বদল, অভিযুক্ত এমআর বাঙ্গুর হাসপাতাল
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 22:13 [IST]
- Last Update: Jan 16, 2022 22:13 [IST]
কলকাতা কর্পোরেশনের ৮৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী। কোভিড আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন এমআর বাঙ্গুর হাসপাতালের ২৪৪ নম্বর বেডে। কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, সিওপিডি সহ অন্যান্য কো-মর্বিডিটির জন্য শুক্রবার প্রাণ হারান তিনি। তাঁর বাড়ির লোকের অভিযোগ, বাসুদেব চক্রবর্তীর দেহের বদলে তাঁদের হাতে তুলে দেওয়া অপর এক কোভিড আক্রান্তের দেহ।
তাঁদের অভিযোগ, বাসুদেব চক্রবর্তীর বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৭২বছরের কোভিড আক্রান্ত পার্থ চন্দ্র দাসের দেহ। তাঁর বেড নম্বর ৩০৯। দেহ কালীঘাটে বাসুদেব চক্রবর্তীর বাড়িতে পৌঁছালে তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। এই ঘটনা চাউর হতেই আসরে নামেন ৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। শাসকদলের উদ্যোগে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় গোটা ঘটনাটিকে। হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত বাসুদেব চক্রবর্তীর পরিজনদের হাতে পায়ে ধরেন যাতে তাঁরা লিখিত অভিযোগ দায়ের না করেন। এই অব্যবস্থা ঢাকা দিতে যুদ্ধকালীন তৎপরতায় আধঘন্টার মধ্যেই ফের একবার দেহ বদল করে দেয় এমআর বাঙ্গুর হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই বেনজির ঘটনার বিরুদ্ধে হাসপাতাল চত্ত্বরেই ক্ষোভে ফেটে পড়েন পার্থ চন্দ্র দাসের পরিবারের সদস্যরা।
৮৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, কোভিড আক্রান্ত ব্যক্তির দেহ কোনও সুরক্ষা মোড়ক ছাড়াই এলাকায় পাঠিয়েছে এমআর বাঙ্গুর হাসপাতাল। এই ঘটনার ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে তৎপর থাকলেও, এলাকা স্যানিটাইজ করার কোনও উদ্যোগ গ্রহণ করেননি তৃণমূল কাউন্সিলর। ফলে স্বাভাবিক ভাবেই এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।