বদলের ডাক ব্রিগেডের সমাবেশে
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 03, 2019 13:43 [IST]
- Last Update: Feb 03, 2019 17:12 [IST]
বদলের আহ্বান ব্রিগেড সমাবেশে। আগামী লোকসভা নির্বাচনে বামপন্থীদের শক্তি বাড়ানোর আহ্বান জানালেন বামফ্রন্ট চেয়ারম্যন বিমান বসু। তিনি বললেন, আগামী লোকসভায় বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে অবশ্যই জরুরী মানুষের অবাধ ভোটের অধিকার। সেই অধিকার ২০১১সালের পর এরাজ্যে বারবার হরণ করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন হরণ চলে, তেমনই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করার অধিকারও কেড়ে নেওয়া চলছে। ব্রিগেড সমাবেশে বিমান বসু বললেন, দুটো মুখ্য স্লোগানকে সামনে রেখে আমাদের লড়াই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও এবং তৃণমূল হঠাও রাজ্য বাঁচাও। ব্রিগেডের সমাবেশে তিনি বললেন, যে মানসিকতা নিয়ে আপনারা দূর-দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন। আজও শুনলাম, মেদিনীপুরে পাঁসকুড়ায় ব্রিগেডমুখী বাস আটকে রাখা হয়েছে।

ঘড়ির কাঁটায় দুপুর ১টা ১৭মিনিটে শুরু হল ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ। আর এই সভা শুরুর মুখেই ব্রিগেড ময়দানে এসে পৌঁছেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পার্টিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য। সমাবেশের গোড়াতেই শহীদ ও প্রয়াত লড়াকু যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়েছে আজকের ব্রিগেড।
