মানুষ এখন ব্রিগেডমুখী
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 03, 2019 11:19 [IST]
- Last Update: Feb 03, 2019 11:28 [IST]
রাজ্যের মানুষ এখন ব্রিগেডমুখী। মানুষের
স্রোত আসতে চলেছে ‘জনগণের ব্রিগেড’-এ। হাজার হাজার মানুষ এখন ব্রিগেডমুখী। আজ বামফ্রন্টের
ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার জন্য শুক্রবার থেকেই বহু মানুষ এসে গেছেন কলকাতায়।
শনিবার অনেক রাত পর্যন্ত দফায় দফায় দূরের জেলার মানুষও এসেছেন। রবিবার সকাল থেকে কলকাতার
বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় মিছিল এখন ব্রিগেডমুখী। ব্রিগেডের উদ্দেশ্যে আজ সকালে শিয়ালদহ, হাওড়া এবং পার্ক সার্কাস স্টেশন থেকেও বিশাল মিছিল এখন ব্রিগেডমুখী।