আন্দোলনের চাপে পড়ে ক্লাস চালুর সিদ্ধান্ত
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 12, 2021 19:35 [IST]
- Last Update: Jan 12, 2021 19:35 [IST]
এসএফআই'র আন্দোলনের চাপে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত কলেজ, ক্যাম্পাস গুলিতে প্র্যাকটিক্যাল ক্লাস চালু করার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে দ্রুত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন এসএফআই কর্মীরা। কলকাতার কলেজ বিশ্ববিদ্যালয় গুলির সামনে এই দাবিতে পোস্টারিং, সভা করে এসএফআই। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই দাবি নিয়ে সারাদিন ব্যাপী অবস্থান, বিক্ষোভ করেন এসএফআই কর্মীরা। কলেজ স্ট্রিটে শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির কুশপুতুল জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয়। লাগাতার আন্দোলনের চাপে পড়ে অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ গুলিতে প্র্যাকটিক্যাল ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএফআই'র কলকাতা জেলার সভাপতি অর্জুন রায় এ প্রসঙ্গে জানিয়েছেন এটা অবশ্যই একটা সদর্থক প্রয়াস। এসএফআই'র আন্দোলনের একটা সাফল্য। তবে আমাদের মূল দাবি স্বাস্থ্য বিধি মেনে দ্রততার সঙ্গে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় খুলে পঠন-পাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই দাবিতে এফএফআই ধারাবাহিক লড়াই জারি রাখবে।