তিস্তায় উল্টে গেল গাড়ি
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 19, 2019 19:30 [IST]
- Last Update: Nov 19, 2019 19:30 [IST]
তিস্তার খাদে পড়ে
গেল দুটি গাড়ি। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে সেবক করোনেশন ব্রীজ থেকে ১০০ মিটার
শিলিগুড়ির দিকে। সেবক পুলিশ, আউট পোষ্টের ওসি সুব্রত দত্ত জানান, চাপাতি বোঝাই একটি ট্রাক শিলিগুড়ী যাচ্ছিল। সেবক সেতু পেরিয়ে কিছুদুর আসতেই
ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে পড়ে। সেই ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকা দুইটি ছোট কার গাড়ী ৩০ ফুট নীচে খাদে পড়ে
যায়। একটি ছোট গাড়ী গড়াতে গড়াতে তিস্তার নদীর কাছে গিয়ে থেমে যায়। স্থানীয় লোকেরাও
পুলিশ নীচে গিয়ে গাড়ীর ভিতর থেকে চার জনকে
বের করে। আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য শিলিগুড়ি পাঠানো হয়। এর জন্য প্রায়
দেড় ঘন্টা ডুয়ার্স থেকে শিলিগুড়ি যাতাযাত বন্ধ ছিল।