সারদা মামলায় সুদীপ্ত-দেবযানীকে মুখোমুখী জেরার পরিকল্পনা সিবিআই-এর
-
গণশক্তির প্রতিবেদন
- Dec 02, 2020 13:11 [IST]
- Last Update: Dec 02, 2020 13:11 [IST]
সারদা মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। কিন্তু এই আবেদনের বিরোধীতা করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তরফে। মঙ্গলবার সিবিআই বলে, তদন্তে সহযোগীতা করছেন না দেবযানী তাই তাকে ও প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা। মামলার পরবর্তী শুনানির আগেই এই জেরা হয়ে যাবে বলে জানানো হয়েছে সিবিআই’র তরফে।
মঙগলবার ডিভিশন বেঞ্চ সারদা মামলায় দেবযানী মুখার্জিকে সিবিআই এর সঙ্গে সবরকম সহযোগিতা করতে আট সপ্তাহের সময় দেয়। একমাত্র তারপরেই তার জামিনের আবেদন শুনবে আদালত। মূলত ভয়েস টেস্ট, সুদীপ্ত সহ বেশকিছু অন্য অভিযুক্তের মুখোমুখি বসার জন্য তিন বছর ধরে চেষ্টা করলেও দেবযানী সহযোগিতা করেন নি বলে এদিন তার জামিনের আবেদনের বিরোধীতা করে জানায় সিবিআই। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে দেবযানীর জামিনের আবেদন করেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও অয়ন চক্রবর্তী। তাদের বক্তব্য, প্রায় সাত বছর কেটে গিয়েছে। সারদা মামলায় বিভিন্ন অভিযুক্ত জামিন পেয়েছেন। কিন্তু তদন্তের দীর্ঘসূত্রতার জেরে দেবযানীর জামিন হচ্ছে না। ''আমাদের মক্কেল সাত বছর ধরে বন্দি। তবু বিচারই শুরু হল না। একই মামলার চার্জশিটে অভিযুক্ত কুণাল ঘোষ যদি জামিন পেতে পারেন, আমাদের মক্কেল কী দোষ করলেন?,'' প্রশ্ন তোলেন দেবযানীর আইনজীবীরা। এই মামলার তদন্তে দীর্ঘসূত্রতার কারণ কী, সিবিআইয়ের আইনজীবীর কাছে তা জানতে চায় আদালত। সিবিআইয়ের কৌঁসুলি জানান, নিম্ন আদালতে সাক্ষী ও নথিপত্র নিয়ে অনেক সমস্যা রয়েছে। সাক্ষী ও নথিপত্রে গড়মিলের জন্য এক পদস্থ পুলিশকর্তার কথাও তুলে ধরা হয়। কে সেই পুলিশ কর্তা? আদালতে প্রশ্নের উত্তরে সিবিআই এর কৌঁসুলি জানান ‘‘এক্স কমিশনার’’। আদালত জানতে চায় কে তিনি? তখন রাজীব কুমারের নাম উল্লেখ করা হয় বলে খবর।