ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র
-
গণশক্তির প্রতিবেদন
- Jun 29, 2020 22:12 [IST]
- Last Update: Jun 29, 2020 22:12 [IST]
সীমান্ত উত্তেজনার আবহে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্য়াট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল তথ্য-প্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, 'যা তথ্য মিলেছে তাতে দেখা যাচ্ছে এই ৫৯টি অ্যাপ ভারতের সার্বভৌমিকতা, একাত্মবোধ, নিরাপত্তা ও আমজনতার নিরাপত্তা বিঘ্নিত করছে।' কেন্দ্র আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই অ্যাপগুলির বিরুদ্ধে সাইবার বিশেষজ্ঞ ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নানা অভিযোগ করা হচ্ছিল। তাঁদের থেকে প্রাপ্ত সেই তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে অন্য কারণ দেখছে ওয়াকিবহাল মহল।