বুধবার চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে চন্দ্রযান ২
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 13, 2019 13:11 [IST]
- Last Update: Aug 13, 2019 13:11 [IST]
আগামীকাল, অর্থাৎ বুধবার
চাঁদের কক্ষপথে পৌঁছানোর উদ্দেশ্যে 'ট্রান্স-লুনার বার্ন' শুরু করবে চন্দ্রযান-২। জানালেন
ইসরোর চেয়ারম্যান ড.কে শিভান। তিনি আরো জানান, চলতি মাসের ২০ তারিখ চন্দ্রযান-২
পৌঁছে যাবে চাঁদের কক্ষপথে। সোমবার আহমেদাবাদে ড. বিক্রম সারাভাইয়ের
জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান ইসরোর চেয়ারম্যান। সেখানে তিনি
জানান, গত মাসের ২২ তারিখ চন্দ্রযান-২-এর লঞ্চের পর থেকে মোট ৫ বার কক্ষপথের পরিধি
বাড়িয়েছে চন্দ্রযান-২। এখন চন্দ্রযান-২ পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে।
পূর্ব-নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী, ১৪ আগস্ট থেকে চাঁদের কক্ষপথের দিকে এগতে শুরু করবে
চন্দ্রযান-২।