বড় ব্যবধানে জয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে সিটি জয়ের সরণিতে ফিরল চেলসি
-
-
- May 13, 2022 00:43 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
খেতাবি লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে উলভসকে হারালো তারা। ৫-১ বড় ব্যবধানে জিতেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। একাই চারটে গোল করেন কেভিন ডি ব্রুইনে। অপর গোলটি রহিম স্টার্লিংয়ের। এই ম্যাচে জেতায় সিটি লিভারপুলের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল (৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট)। আগামী রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে আরও একটি অ্যাওয়ে ম্যাচ জিতলেই কার্যত চ্যাম্পিয়ন হয়ে যাবে সিটি। কারণ, গোল পার্থক্যেও লিভারপুলের চেয়ে এগিয়ে সিটি। ওয়েস্ট হ্যাম হারালে সিটি এগিয়ে যাবে ছ’পয়েন্টে। লিভারপুলের পরবর্তী ইপিএল ম্যাচ আগামী বুধবার। সাউদাম্পটনের বিরুদ্ধে। তবে যুর্গেন ক্লপ আগের দিনই জানিয়েছিলেন, তাঁর দল হাল ছাড়বে না। ম্যাচের পর গুয়ার্দিওলা বলেছেন, ‘আমরা লিগের বাকি ম্যাচগুলি জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবো। পরবর্তী ফাইনাল ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। ওই ম্যাচের জন্য ফুটবলারদের দ্রুত ফিট হতে হবে।’ দুরন্ত খেলার জন্য পেপের মুখে কেডিবির স্তুতি। ডি ব্রুইনের প্রসঙ্গে পেপ বলেছেন, ‘অপ্রতিরোধ্য, অসাধারণ, নিখুঁত! কেভিনের ক্ষমতা রয়েছে বিশেষ কিছু করার। ওকে আরও গোল করতে হবে। এই চলতি মরশুমে আমাদের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার কেভিনই।’ বিপক্ষ দলের কোচও কেডিবির প্রশংসা করেছেন। বলেছেন, ‘একজন ফুটবলার এরকম খেললে বিপক্ষ দলের কিছুই করার থাকে না।’ বেলজিয়ান এই ফুটবলার নিজে পাঁচটি গোল করতে পারত। ম্যান সিটি জিততে পারত সাত গোলে। শেষদিকে, কেভিনের একটি শট পোস্টে লেগে ফেরে। ফিল ফোডেনের একটি। প্রতিআক্রমণ থেকে উলভসের হয়ে ব্যবধান কমান লিন্ডার ডেনডঙ্কার।
অন্যদিকে, ইপিএলে তিন ম্যাচ পর জিতল চেলসি। অবনমনের আওতায় থাকা লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো দ্য ব্লুজরা। এই জিতে শীর্ষচার নিশ্চিত করে ফেললেও তৃতীয় স্থান এখনও নিশ্চিত হয়নি। সেক্ষেত্রে, বাকি দু’টি ম্যাচও জিততে হবে চেলসিকে। দলের খেলায় খুশি কোচ টমাস টুচেল। বলেছেন, ‘দলের এই মানের পারফরম্যান্সে খুবই উচ্ছ্বসিত।’ লিডসের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল চেলসি। গোলটি করেন ম্যাসন মাউন্ট। ২৪ মিনিটে ড্যানিয়েল জেমস লাল কার্ড দেখায় বাকি সময়ে দশজনে খেলেছে। দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে গোলগুলি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ ও রোমেলু লুকাকু। এছাড়াও লেস্টার সিটি জেমি ভার্ডির জোড়া গোলে নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে।