প্লে-অফের দৌড় শেষ দুই সেরার
-
-
- May 13, 2022 08:40 [IST]
- Last Update: May 13, 2022 08:40 [IST]
মইন আলির বলে ছয় মেরে ম্যাচ শেষ করলেন টিম ডেভিড। ৫ উইকেটে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স।
এই দু’টো লাইন দিয়ে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের বর্ণনা সম্পূর্ণ করা যাবে না। পেসারদের দাপটে রুদ্ধশ্বাস একটা ম্যাচ। সঙ্গী রইল বিতর্কও। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। শুরুতে প্রায় ২ওভারের মতো বিদ্যুৎ বিভ্রাটের জেরে ডিআরএস প্রযুক্তির ব্যবহার করা যায়নি। ফ্লাড লাইটের একটি টাওয়ারে সমস্যা ছিল। ইনিংসের দ্বিতীয় বলেই ড্যানিয়েল স্যামসের বোলিংয়ে লেগবিফোর হন ডেভন কনওয়ে। কিন্তু ডিআরএস কাজ না করায়, নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। দু’বলের ব্যবধানে ফেরেন মইন আলি। এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোনও বিতর্ক নেই। তবে কনওয়ের ঘটনার পুনরাবৃত্তি দ্বিতীয় ওভারেও। জসপ্রীত বুমরার বোলিংয়ে লেগবিফোর হন রবিন উথাপ্পা। এক্ষেত্রেও রিভিউ নিতে পারেনি চেন্নাই। টসের আগে একটি ফ্লাডলাইট টাউয়ার অফ হয়ে যায়। সে কারণে ম্যাচ শুরু করতেও সামান্য দেরি হয়।
শুরুতেই ড্যানিয়েল স্যামস এবং বুমরার বোলিং ব্যাকফুটে ফেলে দেয় চেন্নাইকে। পাওয়ার প্লে-তে ২৯ রানে পাঁচ উইকেট হারায় চেন্নাই। এর মধ্যে তিনটি উইকেট নেন ড্যানিয়েল স্যামস। পাওয়ার প্লে-তে ব্যাট হাতে নামতে হয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেন। ৩৬ রানের অপরাজিত ইনিংস ধোনির। সব মিলিয়ে ১৬ ওভারেই ৯৭ রানে অলআউট চেন্নাই সুপার কিংস। নিজের কাছে স্ট্রাইক রাখতে ১৬ তম ওভারের শেষ বলে রান নিতে দৌড়ে ছিলেন। যদিও ঈশান কিষানের থ্রোয়ে শেষ উইকেট হিসাবে আউট মুকেশ চৌধুরি।
মাত্র ৯৭ রান নিয়েও মুম্বাইকে সহজ জয় পেতে দেয়নি চেন্নাই। সৌজন্যে তরুণ বাঁ হাতি পেসার মুকেশ চৌধুরি। প্রথম ওভারেই ফেরালেন ঈশান কিষানকে। অধিনায়ক রোহিত ভালো ব্যাট করছিলেন। দর্শনীয় কিছু বাউন্ডারি মারেন। কিন্তু চতুর্থ ওভারে সিমরজিৎ সিংয়ের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ব্যাট ছুঁইয়ে কট বিহাইন্ড রোহিত (১৮)। পঞ্চম ওভারে স্যামস এবং ত্রিস্তান স্টাবসের উইকেট নিয়ে মুম্বাইকে চাপে ফেলেন মুকেশ। দুই তরুণ ক্রিকেটার তিলক বর্মা এবং ঋত্বিক শোকিন ৪৮ রানের জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে আনে মুম্বাই। ত্রয়োদশ ওভারে ঋত্বিককে ফেরান মইন। টিম ডেভিড ক্রিজে নেমেই এক ওভারে জোড়া ছক্কায় দ্রুত জয় নিশ্চিত করেন। জিতলেও অবশ্য প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ক্ষীণ আশাও কেড়ে নিল তারা।
ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক ধোনি বলেন, ‘পিচ যেমনই হোক, ১৩০ রানের নিচে স্কোর নিয়ে লড়াই কঠিন ছিল। বোলারদের বলেছিলাম, যতটা সম্ভব চেষ্টা করতে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে। দুই তরুণ পেসারই অনবদ্য বোলিং করেছে।’
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই: ৯৭/১০, ১৬ ওভার (মহেন্দ্র সিং ধোনি ৩৬ নঃআঃ, স্যামস ৩/১৬)
মুম্বাই : ১০৩/৫, ১৪.৫ ওভার (তিলক বর্মা ৩৪ নঃআঃ, মুকেশ চৌধুরি ৩/২৩)
মুম্বাই ৫ উইকেটে জয়ী।