চিলাপাতার জঙ্গলে সাফারি চালু করার দাবি পর্যটন ব্যবসায়ীদের
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 11, 2021 17:30 [IST]
- Last Update: Jan 11, 2021 17:30 [IST]
বক্সা ব্যাঘ্র প্রকল্পের চিলাপাতার জঙ্গলে সাফারি চালু করার দাবি জানালেন পর্যটন ব্যবসায়ীরা। এই দাবিতে ইতিমধ্যেই তারা গত কয়েকদিন থেকে ধারাবাহিক আন্দোলন শুরু করেছেন। সম্প্রতি রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখানো হয়েছে। পথ অবরোধও হয়েছে এই দাবিতে। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, বন সহায়ক পদে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকদিন ধরে রেঞ্জ অফিসে তালা ঝুলছে। অন্যদিকে অনলাইন বুকিং বন্ধ রাখা হয়েছে। ফলে পর্যটন ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছে। তাদের দাবি অবিলম্বে জঙ্গল সাফারির অনলাইন বুকিং সিস্টেম চালু করতে হবে। স্থানীয় মানুষের কর্মসংস্থান প্রতিদিন কমছে। স্থানীয় গ্রাম সভার সদস্যরাও জঙ্গল সাফারি চালুর দাবি জানিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, চিলাপাতার এই ইকো ট্যুরিজমকে কেন্দ্র করে পর্যটনের ব্যবসা যেমন হয় তেমনি স্থানীয় লোকজন থেকে শুরু করে গাড়ির মালিক তাদেরও কিছু ব্যবসা হয়। চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি গণেশ কুমার শা জানান, পর্যটন ব্যবসা একেবারে ভেঙে পড়েছে। জঙ্গলের মধ্যে যারা অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলো তাদের অনেকেই সৎ পথে বর্তমানে পর্যটনকে কেন্দ্র করে রোজগার করছেন। ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের মধ্যে ভুল বার্তা যাবে। চিলাপাতা নিয়ে তাই অবিলম্বে জঙ্গল সাফারি চালুর দাবি উঠেছে।