৩ জুলাই ধরনা মিছিল অবস্থান রায়গঞ্জ শহরে
-
গণশক্তির প্রতিবেদন
- Jun 28, 2020 19:14 [IST]
- Last Update: Jun 28, 2020 19:14 [IST]
প্রশাসনের অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিল হবে। রাস্তায় প্রশাসনের মুখোমুখি হবে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকেরাও প্রতিবাদ মিছিলে থাকবেন বলে জানালেন সিআইটিইউ উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন গুহ নিয়োগী। রবিবার রায়গঞ্জ সুপার মার্কেটে শ্রমিক ভবনে আয়োজিত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ১২ ই জুলাই কমিটির উদ্যোগে গণকনভেনশন অনুষ্ঠিত হয়। মানুষের দৈনন্দিন দাবি-দাওয়ার প্রেক্ষিতে এই গণকনভেনশন বলে জানা গিয়েছে। গণকনভেনশন থেকে দাবি তোলা হয়, পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম ৭৫০০ টাকা মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। বর্ধিত মজুরিসহ রেগায় ২০০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরে এলে তাদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। ত্রাণের নামে দুর্নীতি করা চলবে না। পেট্রোল ডিজেল সহ বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার দাবি নিয়ে রায়গঞ্জ শহরে ৩ জুলাই মিছিল ধরনা অবস্থান অনুষ্ঠিত হবে। গণকনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন গুহ নিয়োগী, ১২ ই জুলাই কমিটির জেলা আহ্বায়ক শিশির দাশগুপ্ত, ইউটিইউসি জেলা নেত্রী তৃপ্তি সাহা, এআইটিইউ সি নেতা আবু তাহের। সভায় সভাপতিত্ব করেন পরিতোষ দেবনাথ।