কয়লাকাণ্ডে আরো বিপাকে ‘ভাইপো’
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 08, 2021 14:35 [IST]
- Last Update: Apr 08, 2021 14:35 [IST]
ক্রমশ তৃণমূলের গলায় চেপে বসছে কয়লাকাণ্ডের ফাঁস। বৃহস্পতিবার দিল্লির আদালতে ইডি স্পষ্ট জানায় কয়লাকাণ্ডের টাকা সরাসরি গিয়ে ঢুকত অভিষেক ব্যানার্জির এক আত্মীয়ের অ্যাকাউন্টে। হাওয়ালার মাধ্যমে সেই টাকা চালান যেত লন্ডন এবং থাইল্যান্ডে। চাঞ্চল্যকর অভিযোগের এখানেই শেষ নয়। এই গোটা প্রক্রিয়াটা পরিচালনা করতেন রাজ্য পুলিশের আধিকারিক তথা বিনয় মিশ্রের আত্মীয় অশোক মিশ্র। তাকে গ্রেপ্তার করেছে ইডি।
এদিন আদালতে ইডি জানায়, রীতিমতো ভাউচারে সই করে ১৬৮ কোটি টাকা জমা নেন অশোক মিশ্র। ঘুরপথে সেই টাকাই খাটত হাওয়ালায়। এছাড়াও বিভিন্ন নির্মাণ সংস্থার থেকে ‘‘প্রোটেকশন মানি’’ আদায় করতেন গুণধর ভাইপো। সেই সংক্রান্ত দুই সংস্থার নাম এদিন আদালতে জানিয়েছে ইডি।
দীর্ঘদিন ধরেই রাজ্যের বিরোধীদের অভিযোগ ছিল শাসকদলের বিভিন্ন নেতা, মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত। যার মূল পান্ডাই হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লি কোর্টে ইডি’র বিস্ফোরক দাবি সেই অভিযোগকেই মান্যতা দিল বলে মত রাজনৈতিক মহলের।