সভাপতি হিসেবে প্রিয়াঙ্কার নাম উঠে এল কংগ্রেসের চিন্তন শিবির বৈঠকে
-
গণশক্তির প্রতিবেদন
- May 14, 2022 19:47 [IST]
- Last Update: May 14, 2022 19:47 [IST]
আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে রাজস্থানে বৈঠকে বসেছে কংগ্রেসের চিন্তন শিবির। তিন দিন এই বৈঠক চলবে বলে দলীয় সূত্রে খবর।
আর এই বৈঠক থেকেই প্রিয়াঙ্কা গান্ধীকে দলের সর্বভারতীয় সভাপতি করার দাবি তুললেন আচার্য প্রমোদ কৃষ্ণম। কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম এর দাবি গোটা দেশের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন।
সূত্রের খবর রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি মন্তব্যটি করেছেন। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস হাই কমান্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বলে জানা যাচ্ছে।
অপরদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মল্লিকার্জুন খারগের মতন বর্ষিয়ান কংগ্রেস নেতারা বলতে উঠে দাবি করেছেন যে রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করা প্রয়োজন।