কংগ্রেসের দায়িত্বে আপাতত সোনিয়া
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 11, 2019 14:17 [IST]
- Last Update: Aug 11, 2019 14:17 [IST]
নয়াদিল্লি, ১০ আগস্ট- পরবর্তী সভাপতি কে ঠিক করতে পারল না কংগ্রেস। শনিবার গভীর রাত পর্যন্ত আলোচনা হলেও মীমাংসা হয়নি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। ঠিক হয়েছে সোনিয়া গান্ধীকে আপাতত প্রধান দায়িত্বে রেখে চলবে কংগ্রেস।
এদিন রাত সাড়ে দশটা নাগাদ কংগ্রেসের পক্ষে বলা হয় সভাপতি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। আলোচনা হবে জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে। ওয়ার্কিং কমিটির বৈঠক ছেড়ে বেরনোর মুখে রাহুল গান্ধীও বলেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে জানানোর জন্যই তাঁকে ডেকেছিল ওয়ার্কিং কমিটি। তিনি জানান, ফের বৈঠক হবে। তারপর ঠিক হয় অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নেবেন সোনিয়া গান্ধী। তিনি সভাপতির পদ ছাড়ার পর দায়িত্ব নিয়েছিলেন রাহুল। লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের চিঠি দেন।
দেশের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সভাপতি বাছাইয়ের আলোচনা করে ওয়ার্কিং কমিটি। সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস নেতাই পদত্যাগী রাহুল গান্ধীকে চেয়েছেন শীর্ষপদে। যদিও রাহুল গান্ধী নিজে সভাপতি না থাকার অবস্থানেই অনড় রয়েছেন বলে জানা গিয়েছে। প্রথম দফার বৈঠকে অংশ নেননি রাহুল এবং তাঁর মা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। পরের দফায় বৈঠকে যোগ দেন তাঁরা।
রাহুল গান্ধী বৈঠক ছেড়ে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে বলেন, জম্মু এবং কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে খুবই ভুল বিভিন্ন সিদ্ধান্তের খবর আসছে। সেই কারণেই অন্য আলোচনা বন্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এবং সরকারকে স্পষ্ট করে জানাতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে কী হচ্ছে।