নিয়মবহির্ভুত ভাবে সংস্কারের কাজ, দেওয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু ইসলামপুরে
-
গণশক্তির প্রতিবেদন
- Dec 02, 2019 16:45 [IST]
- Last Update: Dec 02, 2019 16:45 [IST]
নিয়মবহির্ভুত
ভাবে সংস্কারের কাজ চলাকালীন মন্দিরের দেওয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা।
মর্মান্তিক ঘটনা ইসলামপুরে। ৩১ নম্বর
জাতীয় সড়ক লাগোয়া ইসলামপুর সিদ্ধেশ্বরী কালীমন্দির এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার সকালে নিয়ম বহির্ভুতভাবে ইসলামপুর
সিদ্ধেশ্বরী কালীমন্দির সংস্কার কাজ চলাকালীন আচমকাই ঘটনাটি ঘটে। কংক্রিটের দেওয়াল
চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের৷ গুরুতর আহত এক শ্রমিককে ভর্তি করা
হয়েছে ইসলামপুর হাসপাতালে।
এলাকা
সূত্রে জানা গেছে, দিনকয়েক ধরে ওই
মন্দির সংস্কারের কাজ চলছিল। এদিন সকালে রান্নাঘর ও মন্দিরের একাংশে কাজ চলাকালীন
আচমকাই দেওয়ালটি ভেঙে পড়ে। জানা গেছে, শুকলাল হালদার ও
নীরেন বর্মণ নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর আপাতত ওই মন্দিরে কাজ বন্ধ রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু
করেছে।