আজ করোনার টিকার মহড়া মহানগরে
-
-
- Jan 08, 2021 02:20 [IST]
- Last Update: Jan 08, 2021 03:00 [IST]
এবার শুরু মহানগরে করোনা টিকাকরণের মহড়া। শুক্রবার কলকাতা পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের হেলথ ইউনিটে হবে সেই মহড়া। কীভাবে টিকা দেওয়া হবে, কী পদ্ধতিতে হবে রেজিস্ট্রেশন, সবকিছুই মক টেস্ট চলবে। পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রীয় পৌরভবনে ফের টিকাকরণ নিয়ে বৈঠক হলো। কবে, কোথায়, কখন গিয়ে করোনা টিকা নিতে হবে অনলাইন পোর্টালেই তা জানতে পারবেন পৌরকর্মীরা। পৌরকর্মীদের পরেই শহরে কোমর্বিডিটি আছে এমন লোকজনকে দেওয়া হবে। এই গোটা বিষয় এদিন প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয় বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ সহ সমস্ত আধিকারিক ও টিকাকরণের প্রক্রিয়াতে যুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
কর্পোরেশন সূত্রে খবর, শুক্রবার সকাল ৯টায় ৩১নম্বর ওয়ার্ড হেলথ ইউনিটে শুরু হবে মহড়া। সেখানে থাকবেন দুজন চিকিৎসক ও চারজন স্বেচ্ছাসেবক। যাঁরা আগে থেকে নাম নথিভুক্ত করেছেন তাঁরা প্রথমে লাইনে দাঁড়াবেন। এরপর নথি পরীক্ষা হবে। তারপর একটি ঘরকে টিকাকরণের জন্য প্রস্তুত করা হয়েছে। সেখানে টিকা নেবেন, থাকবেন চিকিৎসকরা। টিকা নেওয়ার পর পাশের ঘরে বসবেন ৩০মিনিট। শারীরিক পরিস্থিতির উপর নজরদারি করবেন আরও এক চিকিৎসক। এই গোটা বিষয়টি কাল মক টেস্ট হবে সেখানে। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ঘুরে পরিকাঠামো দেখে গিয়েছেন। আগামী কালের পর কলকাতায় বিভিন্ন ওয়ার্ডে এমন মহড়া চলবে বলেই জানিয়েছেন অতীন ঘোষ।
এদিকে এদিন পৌর বৈঠকে পৌরকর্মীরা কবে কোথায় ভ্যাকসিন নেবেন সেবিষয় একটি পোর্টালে তথ্য আপলোড করা হবে। কর্মীরা নিজেই জানতে পারবে অনলাইনে। এই গোটা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় এদিন। বৃহস্পতিবারের অতীন ঘোষ জানান, প্রথম ধাপে কোনও ফ্রন্টলাইন ওয়ার্কাররা যেন টিকাকরণের তালিকা থেকে বাদ না পড়ে, সেই বিষয়ে বিশেষ নজর রাখ হবে। কলকাতা পৌরসভার স্বাস্থ্যকর্মী এবং জঞ্জাল সাফাই কর্মী সহ প্রথম সারির প্রায় ২২ হাজার পৌরকর্মী রয়েছেন। আগে তাঁদের টিকাকরণ হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করে বা এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। আগামী ১০-১২ জানুয়ারির মধ্যে সেই তালিকা জমা করতে বলা হয়েছে। পৌর কর্মীদের টিকা করণ শেষ হলে সাধারণের টিকাকরণ শুরু হলে অগ্রাধিকার দেওয়া হবে কোমর্বিডিটি আছে এমন মানুষের।