দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে ব্রাজিল
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 02, 2021 18:14 [IST]
- Last Update: Apr 02, 2021 18:14 [IST]
নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যখন গোটা বিশ্ব চিন্তিত তখন করোনা সংক্রমণকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ব্রাজিলে। আমেরিকাকে পিছনে ফেলে করোনায় দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে পৌঁছল ব্রাজিল। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মঙ্গলবার ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭০০ জনের বেশি। ব্রাজিল সরকারের পরিসংখ্যান অনুযায়ী এই বছর মার্চ মাসে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সব থেকে বেশি। ২০২০ সালের জুলাই মাসে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যা এতদিন পর্যন্ত ছিল সব থেকে বেশি, সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়ে মার্চে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬,৫৭৩ জনের।
গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ লক্ষের বেশি মানুষের। যার মধ্যে আমারিকাব করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার জনের। তারপরেই রয়েছে ব্রাজিল, সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২১ হাজার জনের।
এর মধ্যে ইউরোপে নতুন স্ট্রেনে ধাক্কায় ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সংক্রমণ রোধ করার জন্য নতুন করে বিধি নিষেদ শুরু করছে ফ্রান্সে প্রশাসন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ সাময়িক ভাবে তাদের দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জার্মানি, ইটালি, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। জার্মানিতে নতুন সংক্রমিত ১০ জনের মধ্যে ৯ জনের শরীরে ব্রিটেনের স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে।