জলপাইগুড়িতে পৌঁছাল করোনা ভ্যাকসিন
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 14, 2021 20:17 [IST]
- Last Update: Jan 14, 2021 20:17 [IST]
নিজেস্ব সংবাদদাতা জলপাইগুড়ি ১৪ জানুয়ারি : বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন জলপাইগুড়ি জেলাতে পৌঁছালো। সকাল সাড়ে দশটা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে ১৬৫০০ ভ্যাকসিন কডা নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছায়। ২৪ ঘন্টা পাহাড়া দিতে পুলিশও মোতায়েন করা হয়েছে।স্বাস্থ্য কর্মীদের মতে এই মুহূর্তে এছাড়া উপায় নেই, যদিও কিছু সংশয় থেকেই যাচ্ছে।যে গাড়িতে ভ্যাকসিন এসেছে সেই গাড়ির চালক বলেন, " জীবনের ঝুঁকি নিয়ে এতদিন সব সময়ই আতঙ্কের মধ্যে কাজ করেছি আমরা। আজ ভ্যাকসিন নিয়ে আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম।" আগামী কাল থেকে ব্লকে ব্লকে ভ্যাকসিন পৌঁছানোর কাজ শুরু হবে। আগামী ১৬জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলে সূত্রের খবর। প্রথম পর্যায় ডাক্তার, নার্স, আশা কর্মী সহ সকল স্তরের স্বাস্থ্য কর্মী দের ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় পর্যায় পুলিশ, মিউনিসিপ্যালিটির কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মী দের দেওয়া হবে কিন্তু কবে থেকে দেওয়া হবে সে বিষয় কিছু জানা যায়নি।