বেহাল করলা সেতুর দাবিতে মিছিল সিপিআই(এম)'র
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 12, 2021 19:42 [IST]
- Last Update: Jan 12, 2021 19:42 [IST]
নিজস্ব সংবাদদাতা জলপাইগুড়ি ১২জানুয়ারি : বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে মঙ্গলবার মিছিল করে সিপিআই(এম) কর্মীরা। জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ এবং পাতভকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী গৌরীহাট সংলগ্ন করলা সেতুটি বিগত চার বছর যাবৎ ভগ্ন অবস্থায় রয়েছে । প্রায় ৩০ মিটার দীর্ঘ সেতুটির দুইদিকের রেলিং ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। সেতুটি ঠিক মাঝ বরাবর প্রায় ৩ ফুট বসে গিয়েছে। সেতুর নিচে বাঁশ দিয়ে কোনোমতে সেতুটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে । জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে লাগান হয়েছে ভারী যানবাহন চলাচল নিষেধের সাইন বোর্ড । অথচ সেতু সংস্কারের উদ্যোগ নেই ।
সেতুর একদিকে রয়েছে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ ছোট বড় চা বাগান , অপরদিকে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ জনপদ । জীবন হাতে নিয়ে ভগ্ন সেতুর উপর দিয়েই চলাচল করছেন দু পারের মানুষ । যেকোন সময় সেতু ভেঙে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী ।
বেহাল সেতুর উপর দিয়েই চলছে চা পাতা ভর্তি গাড়ি । জলপাইগুড়ি শহরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে পাতকাটা ও বারপেটিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষের ভরসা এই বেহাল সেতুটি । অবিলম্বে সেতুটি সংস্কারের দাবিতে গৌরীহাট সংলগ্ন অঞ্চলে এদিন মিছিল করে সিপিআই(এম) কর্মীরা । মিছিলটি মোহিতনগর ওয়েলফেয়ারের সামনে থেকে শুরু হয়ে গৌরীহাট পরিক্রমা করে বেহাল করলা ব্রিজের উপর পৌঁছায় । এখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান হয় । সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী এদিন জানান রাজ্য সরকারের উন্নয়নের নমুনা এই করলা সেতুটি । অবিলম্বে সেতুটি সংস্কার না হলে আন্দোলন তীব্র করবেন তারা । মিছিলে সুদীপ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা সুভাষ দেব, তপন গাঙ্গুলি, শুভাশিস সরকার, শমিক ভৌমিক, শুভম ঠাকুর, উত্তম সোম প্রমূখ ।