বোনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ায ভগ্নিপতিকে গলার নলি কেটে খুন করল শ্যালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কালনা থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামে। এই গ্রামের যুবক নাজির শেখ (৩৪) বছর দশেক আগে দেখেশুনে বিয়ে করে শান্তিপুরের খুশি বিবিকে। আট বছর সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাদের একটি ছেলে ও একটি মেয়েও আছে। গুজরাটের আমেদাবাদের কর্মক্ষেত্র থেকে নাজির শেখ গত সোমবার বাড়ি ফিরে আসে। সেই খবর পেয়ে তার শ্যালক হাসেম শেখ মঙ্গলবার সন্ধ্যায় নাজিরের সঙ্গে দেখা করতে আসে। সেখানে খাওয়া-দাওয়ার পর রাত্রি পৌনে এগারোটা নাগাদ একটি বাইকে নাজির ও হাসেম বেরিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে পূর্ব সাহাপুরের সত্যপীরতলায় পিএইচই পাম্পের সামনে নাজির শেখ গলাকাটা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন। কালনা থানায় বুধবার লিখিত অভিযোগ করেন নাজিরের বাবা রাজাহার শেখ। এদিনই মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে অভিযুক্ত হাশেম শেখ থাকে কালনা থানার সাতগাছি গ্রাম পঞ্চায়েতের সাহাপুর খাঁপাড়ায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।