বিহার এবং আসামে বন্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
গণশক্তির প্রতিবেদন
- Jul 25, 2019 15:44 [IST]
- Last Update: Jul 25, 2019 15:44 [IST]
লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিহার এবং আসামে বন্যায় মৃতের সংখ্যা। প্রাপ্ত
খবর অনুযায়ী এখনও পর্যন্ত দুই রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭’এ। যার মধ্যে
বিহারেই মৃতের সংখ্যা ১২৩! বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা দুই রাজ্যে প্রায় ১ কোটি
২৪ লক্ষ। বিহারের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে গোটা বিহারের মধ্যে সবচেয়ে
খারাপ অবস্থা সীতামারহি জেলায়। এই জেলায় মৃতের সংখ্যা ৩৭। মধুবনিতে মৃতের সংখ্যা
৩০ এবং মুজফ্ফরপুরে ৪। বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রায় ৮০ লক্ষ বলে জানিয়েছে
বিপর্যয় মোকাবিলা দপ্তর। অন্যদিকে আসামের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে সেই
রাজ্যে ৩৩টি জেলার মধ্যে ২০টি জেলা’ই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বন্যায়। সব মিলিয়ে
প্রায় ৩৯ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন আসামে।