১৮ জানুয়ারি থেকে খুলছে দিল্লির স্কুল
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 13, 2021 22:42 [IST]
- Last Update: Jan 13, 2021 22:42 [IST]
দিল্লির অধিকাংশ স্কুল খুলতে চলেছে আগামী ১৮ তারিখ থেকে। কেবলমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির জন্যই চালু হবে ক্লাস। আগামী ৪ মে থেকে সিবিএসসি বোর্ডের পরীক্ষা শুরু হওয়ার কথা। তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে স্কুল খুললেও উপস্থিতি বাধ্যতামূলক নয়। অভিভাবকরা চাইলে আসতে পারেন, নাও পারেন। দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া জানান, 'স্কুলে আসার জন্য পড়ুয়াদের জোর করা হবে না। প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এবং কাউন্সেলিংয়ের জন্য স্কুলগুলোকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'বোর্ড পূর্ববর্তী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে একটা পথনির্দেশিকা তৈরি করবেন স্কুলের প্রধান শিক্ষক।'